কম্পিউটার নেটওয়ার্ক কি ? এবং এর শ্রেণীবিভাগ।
- Raihan Hossain
- Sep 15, 2017
- 1 min read
নেটওয়ার্ক কি ? : নেটওয়ার্ক হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটার এর মধ্য তথ্য আদান প্রদান করা যায় । নেটওয়ার্ক এর মাধ্যমে কোন তথ্য বা রিসোর্স একাধিক কম্পিউটারে শেয়ার করা যায় । সুতরাং বলা যায় , যখন এক সাথে এক বা একাধিক কম্পিউটার যুক্ত হয়ে তথ্য বা রিসোর্স শেয়ার করে তাকে নেটওয়ার্ক রলে । উদাহরণ হিসাবে ইন্টারনেটের কথা বলা যায় ।
নেটওয়ার্ক এর প্রকারভেদ : নেটওয়ার্ককে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় , যথা
ল্যান (LAN)
ম্যান (MAN)
ওয়ান (WAN)
ল্যান (LAN) : ল্যান একটি সংক্ষিপ্ত শব্দ এর ফুল মিনিং হল লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Aria Network)। পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটার এর মাঝে স্থাপিত নেটওয়ার্ককে বলা হয় ল্যান । সাধারণত একই বিল্ডিং এ অবস্থিত সকল কম্পিউটার এর মধ্য নেটওয়ার্কিং এর জন্য ল্যান ব্যবহার করা হয় । এই নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার গতি ১০এমবিপিএস। এই নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইসগুলো হলো রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি।

ম্যান (MAN) : ম্যান এর অর্থ হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক । একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক । এ ধরনের নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কর ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড। এ ধরনের নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইস গুলো হলো রাউটার, সুইজ, মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি।

ওয়ান (WAN) : ওয়ান হল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক । দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এ ধরনের নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার স্পীড ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪ এমবিপিএস। ওয়্যানের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এ ধরনের নেটওয়ার্কে ব্যবহিত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম, ওয়্যান সুইজ ইত্যাদি।

More information click here.
Comentarios