top of page

কম্পিউটার নেটওয়ার্ক কি ? এবং এর শ্রেণীবিভাগ।

  • Raihan Hossain
  • Sep 15, 2017
  • 1 min read

নেটওয়ার্ক কি ? : নেটওয়ার্ক হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটার এর মধ্য তথ্য আদান প্রদান করা যায় । নেটওয়ার্ক এর মাধ্যমে কোন তথ্য বা রিসোর্স একাধিক কম্পিউটারে শেয়ার করা যায় । সুতরাং বলা যায় , যখন এক সাথে এক বা একাধিক কম্পিউটার যুক্ত হয়ে তথ্য বা রিসোর্স শেয়ার করে তাকে নেটওয়ার্ক রলে । উদাহরণ হিসাবে ইন্টারনেটের কথা বলা যায় ।

নেটওয়ার্ক এর প্রকারভেদ : নেটওয়ার্ককে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় , যথা

  1. ল্যান (LAN)

  2. ম্যান (MAN)

  3. ওয়ান (WAN)

ল্যান (LAN) : ল্যান একটি সংক্ষিপ্ত শব্দ এর ফুল মিনিং হল লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Aria Network)। পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটার এর মাঝে স্থাপিত নেটওয়ার্ককে বলা হয় ল্যান । সাধারণত একই বিল্ডিং এ অবস্থিত সকল কম্পিউটার এর মধ্য নেটওয়ার্কিং এর জন্য ল্যান ব্যবহার করা হয় । এই নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার গতি ১০এমবিপিএস। এই নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইসগুলো হলো রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি।

Lan

ম্যান (MAN) : ম্যান এর অর্থ হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক । একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক । এ ধরনের নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কর ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড। এ ধরনের নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইস গুলো হলো রাউটার, সুইজ, মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি।

ওয়ান (WAN) : ওয়ান হল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক । দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এ ধরনের নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার স্পীড ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪ এমবিপিএস। ওয়্যানের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এ ধরনের নেটওয়ার্কে ব্যবহিত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম, ওয়্যান সুইজ ইত্যাদি।

More information click here.


 
 
 

Comentarios


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© learning basic networking 2017

  • Black Facebook Icon
  • YouTube Social  Icon
bottom of page